একবার নয় বহুবার চেয়েছি
বারবার চেয়েছি, অপেক্ষা করেছি;
ধৈর্য ধরেছি, কষ্ট সহ্য করেছি-
পাইনি! হয়নি! হবে না!
অখুশি হয়েছি অতৃপ্তিতে-
তবুও মেনে নিয়েছি নির্দ্বিধায়,
না-পাওয়াটাই ঠিক ছিল ভেবে।
সব ভালোই ভালো হয় না,
কিছু মন্দও ভালো হয় কোনো সময়ে;
হারের আবার-হার কিসে?
মেনে নেয়াতেও থাকে বেশি বিজয়
হতে পারে অনেক বেশি সম্ভাবনার।