Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

নতুন সালে

নতুন সালে
নতুন সালে ফুলের ডালে
ফুটুক হাজার ফুল,
লুটুক সবে গন্ধসুবাস
কূলহারা পাক কূল।

নাশুক মনের ষড়রিপু
জাগুক নতুন গানে,
থাকুক সবাই হাসিখুশি
ভাসুক সুখের বানে।

ভুলুক অতীত দুঃখব্যথা
ঘুচুক সবার কালো,
আসুক জোয়ার মরা গাঙে
জ্বলুক আশার আলো।

আনুক জিতে অচিন বিশ্ব
খুলুক নতুন দ্বার,
ফলুক অঢেল শস্যরাজি
ভরুক ঘর ও বার ॥

 

কমেন্ট বক্স