Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

দ্রুতই সার্চ ও ওয়েব ফিচার আসছে থ্রেডসে: জাকারবার্গ

দ্রুতই সার্চ ও ওয়েব ফিচার আসছে থ্রেডসে: জাকারবার্গ



 
“থ্রেডসের জন্য একটি ভালো সপ্তাহ,” জাকারবার্গ লেখেন, “এখানকার কমিউনিউটি এগিয়ে যাচ্ছে, একটি দীর্ঘমেয়াদি প্রাণবন্ত অ্যাপ তৈরির আশা করছি।”

টুইটার সদৃশ্য মেটার থ্রেডস অ্যাপে দ্রুতই আসবে সার্চ ফাংশন এবং ব্যবহার করা যাবে ওয়েব থেকেও।

নতুন ফিচারগুলো “আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আসছে” বলে একটি থ্রেডস পোস্টে জানিয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।

“থ্রেডসের জন্য একটি ভালো সপ্তাহ,” জাকারবার্গ লেখেন, “এখানকার কমিউনিউটি এগিয়ে যাচ্ছে, একটি দীর্ঘমেয়াদি প্রাণবন্ত অ্যাপ তৈরির আশা করছি।”

বর্তমানে এক্স নামে পরিচিত টুইটার যখন নানা সংকটে জর্জরিত, সেইসঙ্গে এর মালিক ইলন মাস্ক প্রতিদিনই কোনো না কোনো নতুন সমালোচনার জন্ম দিচ্ছিলেন – এমন সুযোগকে কাজে লাগাতে গত মাসে বেশ ঘটা করেই থ্রেডস আনেন মার্ক জাকারবার্গ।  

তবে, গত কয়েক সপ্তাহে খুবই উল্লেখযোগ্যভাবে এর ব্যবহারে ভাটা পড়ে যেনো এর জৌলুস চলে গিয়েছে। এর মধ্যেই অনেক গ্রাহকই এর অ্যাপটির সীমিত ফিচারে হতাশার কথা জানিয়েছেন।

ক্রিয়েটর এবং বিজ্ঞাপনদাতারা সিএনবিসিকে বলেছনে থ্রেডসকে একটি গুরুত্বপূর্ণ সার্ভিসে হতে হলে, এই রিয়েল-টাইমে আপডেটের অ্যাপটিতে সার্চ করার মতো ফিচার থাকতে হবে যার মাধ্যমে ট্রেন্ডিং ফিচার এবং পুরনো পোস্ট খুঁজে বের করা যাবে। সেই সঙ্গে, সত্যি সত্যি এক্স-এর সঙ্গে টেক্কা দিতে হলে মেটার এই অ্যাপটিতেও ওয়েব থেকে প্রবেশের সুবিধা থাকতে হবে। 

গত সপ্তাহে মেটার আয় বিররণীতে মার্ক জাকারবার্গ বলেন, থ্রেডসের ভবিষ্যত নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী এবং অ্যাপটি একটি ছোট্ট দল দিয়ে বানানো হয়েছে। আর, যথেষ্ট বড় এবং আরও পোক্ত করার আগে অ্যাপটিকে মনিটাইজ করার পরিকল্পনা নেই মেটার।

“সামনে প্রচুর কাজ তবে দলটির আগ্রগতিতে উদ্দীপ্ত”-- থ্রেডস পোস্টটিতে বলেন তিনি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স