যুদ্ধশিশু নামেই সদা করছে ছোট মোরে
বুঝতে বাকি রয় না কেন ডাকে এ নাম ধরে।
যুদ্ধশিশু নাম দিয়ে আজ নিন্দাকর যত
ভেবে দেখো স্বাধীনতায় কার অবদান কত!
যুদ্ধশিশু হওয়ায় আমার নেই অপরাধ হেন
যাদের সেদিন শক্তি ছিল দেওনি বাধা কেন?
তখন যুদ্ধজয়ের উল্লাসেতে পড়ছে ফেটে যারা
খোঁজ নিল না মা ও শিশুর, যারা সর্বহারা।
আজ সুদিনে নিন্দা করা নয়তো শোভন মোটে
মোদের ত্যাগেই স্বাধীনতা অন্য সবার জোটে।
সকল বীরের উন্নত শির বীরাঙ্গনার হীন
হয়নি ভাবার সময় কারো এ বৈষম্য কেন?
স্বাধীন দেশে আর কতকাল করবে অপমান
সবার সাথে মিলে চলার জুটবে না সম্মান?
তবে কেন মোদের নিয়ে রাজনীতিটা এত?
ভাগ্য বদল হয় না যখন অন্য সবার মতো!