Thikana News
২২ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

জয় বাংলা

জয় বাংলা
মুখের ওপর মুখোশ পরে
নানান রকম রঙ গেঁথে
ভূতের বেশে প্রেতের বেশে
দানব এলো বঙ্গেতে

আকার ওকার হ্রস্বিকার
করছে এসব অস্বীকার

অ আ ক খ তুচ্ছ করে
গীত ধরেছে ভিন ভাষায়
ভয়াল খেলা খেলছে কারা
আত্মাহুতির তিন পাশায়

সোনার আলোর দিন ঢেকে
হাত দিল হৃৎপিণ্ডে কে

লক্ষ কোটি কণ্ঠস্বরে
স্বদেশপ্রেমের দিই জোগান
টেকনাফ হতে তেঁতুলিয়ায়
‘জয় বাংলা’র এই স্লোগান

 

কমেন্ট বক্স