Thikana News
২২ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

উপন্যাস...

(সনেট)
উপন্যাস...
বুঝি বা না বুঝি; আমি লিখি নিজে-নিজের উপন্যাস,
অপরেও লেখে; প্রতি জনে জনে-মহাকবি কালিদাস!
প্রতি পলে পলে; দু’চোখের জলে-রোমান্সে উত্তাপে,
যাপিত জীবনে; কর্মবিহীন, কর্মের মহা চাপে-

লিখি অজানিতে; লেখা হয়ে যায়! নায়ক-নায়িকা নিজে,
নিজেই পাঠক প্রকাশক নিজে-বিচারক কত কী যে!
জীবনের পথে; হাঁটি দৌড়াই-মৃত্যুকে ঠেলে যুঝে,
লিখি তার প্রতি পাতায় পাতায়; স্বপ্ন যা ফিরি খুঁজে।

নিজে লিখি; পড়ি, অনুভব করি-চারপাশে চেয়ে দেখি,
কারো তাতে কোনো আগ্রহ নেই; যার যার মতো সুখী-
নয়তো-বা দুঃখী; নিজ সুখে দুঃখে। চোখ ফেটে আসে জল-
দেহে দেহ ছোঁয়া দুইটি হৃদয়ে-দু’রকম কোলাহল!

আমি প্রাণপণে আটকাতে চাই; সেই ব্যথা ক্রন্দন,
বেশি আটকায়; চুয়ে যা পড়ে, তা-কবিতার স্পন্দন।

 

কমেন্ট বক্স