বৃহৎ কোনো ঘটনা আজ ঘটল কি?
কিংবা তাহা ভিন্ন রূপে রটল কি?
বৃত্তবন্দী জীবনটা কি ঠিক ছিল?
অবান্তর সে প্রশ্ন বাস্তবিক ছিল!
মুক্তি যখন অর্থভেদে ভালোবাসা
মুক্তি যখন মনুষ্য মন কাছে আসা!
বৃত্ত ভেঙে করলে সবাই জয়ধ্বনি
মুক্তি কি আজ হস্তগত স্বর্ণখনি?
আমূল রূপে বদলে দিয়ে অনেক কিছুই
না যদি পাও বেলা শেষে কোনো কিছুই
রুদ্ধ ঘরের বাহির হয়ে লাভ হলো কী?
শান্তি নামক ‘শ্বেতকপোতে’র ভাব হলো কি?
ঘরের ভেতর নিজের হাতে আগুন দিয়ে
বাইরে এসে মাতলে সবাই ফাগুন নিয়ে
আত্মঘাতী নয় কি সেসব উন্মাদনা?
কিসের তরে কেনই-বা এই সম্পাদনা?
অবশেষে দেখবে সবে দু’চোখ মেলে
অনুভবই সাক্ষী হবে কী সুখ পেলে!
সম্পাদনার দেখবে শোভা অপর হাতে
আনন্দের এই উৎসধারার অরুণপ্রাতে!!