দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে
আসল বিজয় আমার দেশে!
বইল রক্তনদী,
অনাহারে মরল লোকে
ভাসল দুঃখ কষ্ট শোকে!
জানতে তুমি যদি।
কষ্ট পাবে হয়তো জেনে
ন্যায্য দাবি নেয়নি মেনে
মারল বুলেট বুকে,
পঁচিশে মার্চ কালো রাতে
বর্বরতায় তারা মাতে!
চাইল দিতে রুখে।
করল দেশের বাতাস ভারী
কান্না লাশের আহাজারি!
যুদ্ধে সবাই নামে,
বীর বাঙালি অস্ত্র ধরে
মাতৃভূমি স্বাধীন করে
বিজয় নিয়ে থামে।