Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বিজয় দিবস

বিজয় দিবস
বিজয় দিবস মানে রক্তের সাগরে স্নাত ভেসে ওঠা এক দেশ,
বিজয় দিবস মানে তেইশ বছর শোষন আর প্রতারণার শেষ।
বিজয় দিবস মানে রক্তের দাম দিয়ে কেনা একটা দিন,
বিজয় দিবস মানে শ্রদ্ধাভরে স্মরণ করি সেই রক্তের ঋণ।
বিজয় দিবস মানে সাতান্ন হাজার বর্গমাইল রক্তে ভেজা লাল,
বিজয় দিবস মানে দুঃস্বপ্নের আঁধার কেটে একটা সোনালী সকাল।
বিজয় দিবস মানে সাত কোটি জনতার মুখে বিজয়ের হাসি।
বিজয় দিবস মানে মা, আমার বাংলা মা, আমি তোমায় ভালোবাসি।
বিজয় দিবস মানে দেশের জন্য উৎসর্গ লক্ষ প্রাণ,
বিজয় দিবস মানে আজ গাইবো তাদের গুণ গান।
বিজয় দিবস মানে ত্রিশ লক্ষ জীবন দানের পর,
আজ আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর॥

 

কমেন্ট বক্স