Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

কাচ হতে বেশি ধার

কাচ হতে বেশি ধার
এখানে এই প্রেমনগরে
ভালোবাসা বিক্রি হয় কেজির দরে।
কেউ কিনে সুখী হয়
কেউ হয় দেউলিয়া।
হীরা ভেবে কাচ কিনে
ভাঙে যার হিয়া
আসলে সে বোঝে না
কাচ হতে বেশি ধার নকল হীরা
গায়ে যার লেখা নেই মেড ইন জিঞ্জিরা।
 

কমেন্ট বক্স