Thikana News
১২ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার পথে রাশিয়া

তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার পথে রাশিয়া ছবি : সংগৃহীত
আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল রাশিয়া। ১০ ডিসেম্বর (মঙ্গলবার) রুশ সংসদের নিম্নকক্ষ ডুমায় একটি আইন পাসের পক্ষে ভোট দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। ওই আইন কার্যকর হলে মস্কোর নিষিদ্ধ সন্ত্রাসী তালিকা থেকে তালেবানের নাম বাদ দেয়া সম্ভব হবে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিলে দেশটির  পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান। তবে থেকে কোনো দেশই এখন পর্যন্ত এই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এমনকি গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলেও উল্লেখ করেন।

তবে রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার পথে হাঁটলেও পুরো উল্টো চিত্র পশ্চিমা শিবিরে। পশ্চিমা কূটনীতিকদের দাবি, আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিসরে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে তালেবানের সামনে বাধা নারীদের অধিকার নিয়ে তাদের অবস্থান। আফগানিস্তানে নারীদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুরুষ অভিভাবক ছাড়া তাদের ঘরের বাইরে চলাফেরার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

এখন তালেবানের সঙ্গে সম্পর্ক গড়তে চাইলেও আফগানিস্তানে রাশিয়ারও রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে। ১৯৭৯ সালের ডিসেম্বরে দেশটিতে হামলা চালায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়া মুজাহিদিন যোদ্ধাদের সঙ্গে দীর্ঘ লড়াই হয় তাদের। তবে ১৯৮৯ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেন। এই যুদ্ধে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হয়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স