বলিউডে ‘মোস্ট অ্যালিজিবল ব্যাচেলর’ হিসাবে খ্যাত সালমান খান। বয়স ৫৮ পার হয়েছে। এখনো বিয়ের মালা গলায় পরেননি। ব্যক্তি জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু কাউকেই বিয়ে করতে পারেননি। এ তালিকায় ছিলেন সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই ও ক্যাটরিনা কাইফ।
বর্তমানে হাত ধরেছেন লুলিয়া ভান্তোর নামে রোমানিয়ান এক অভিনেত্রীর। গত কয়েক বছর ধরেই তার সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে সালমানের। কিন্তু দুজনের কেউ স্বীকার করেননি। আবার অস্বীকারও করেননি। ঠিক এ কারণেই সালমানের বর্তমান প্রেমিকা হিসাবে লুলিয়ার নাম চাউর হয়ে আছে।
গত শনিবার দুবাইতে লুলিয়ার বাবার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালমান। সেসব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লুলিয়া লিখেছেন, ‘আমার দুই হিরো।’ আর সেটাই নেট দুনিয়ায় ভাইরাল।
এ পোস্টে সালমানের প্রেমিকা হিসাবে অনেকে লুলিয়ার নাম সিলমোহর করে দেন। এমনিতে সালমানের পারিবারিক অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় লুলিয়াকে।
এদিকে সালমান ভক্তরা প্রশ্ন তুলেছেন, ‘কবে তারা (সালমান ও লুলিয়া) এই সম্পর্ককে পরিণতি দেবেন? এবার অন্তত তার বিয়ে করা উচিত।’
এদিকে সালমান বর্তমানে দুবাইতে অবস্থান করছেন। প্রেমিকাকে সময় দেওয়ার জন্য চলতি সপ্তাতে বিগ বস ১৮-র উইকেন্ড কা ওয়ার-এ থেকেও ছুটি নিয়েছেন। তার পরিবর্তে দায়িত্বে সামলান ফারহা খান।
ঠিকানা/এএস