গুরুতর অসুস্থ সংগীতশিল্পী পাপিয়া সারোয়ারকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন।
পাপিয়ার শারীরিক অবস্থার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রবীন্দ্রসংগীতশিল্পী বুলবুল ইসলাম। তিনি জানান, পাপিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে ইতিবাচক কোনো সংবাদ তারা দিতে পারছেন না।
পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে। তিনি ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে পড়াশোনা করেছেন। তার আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তী সময়ে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন।
১৯৯৬ সালে তিনি ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন। তার অসংখ্য অ্যালবাম রয়েছে। আধুনিক গানেও রয়েছে তার সাফল্য। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি দিয়ে তিনি অসংখ্য ভক্তের হৃদয় জয় করে নিয়েছিলেন।
ঠিকানা/এনআই