Thikana News
১২ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

বিয়ের ২১ দিনের মাথায় অন্তঃসত্ত্বা অভিনেত্রী শ্রীময়ী

বিয়ের ২১ দিনের মাথায় অন্তঃসত্ত্বা অভিনেত্রী শ্রীময়ী ছবি : সংগৃহীত
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মাসেই বিয়ে করেছেন টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী রাজ । বিয়ের ৯ মাস পূর্ণ হওয়ার আগেই তাদের সংসার আলো করে এসেছে কন্যা সন্তান।

যা নিয়ে আলোচনার ঝড় বইছে শোভিজাঙ্গনে। এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৪ সালের যাত্রাটা তুলে ধরলেন এই তারকা দম্পতি। যেখানে জানালেন জীবনের সুখকর কিছু মুহূর্তের গল্প।

এখন ফিরে দেখলে মনে হয়, এই সালটার অন্যতম স্মরণীয় মুহূর্ত আমাদের বিয়ে। কাঞ্চন বলছেন, এই বছরে অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। তার মধ্যে একটা মনে পড়ে ১৩ ফেব্রুয়ারি রাতের কথা। ১৪ ফেব্রুয়ারি আমরা রেজিস্ট্রি করে বিয়ে করি। ১৩ ফেব্রুয়ারি রাতে শ্রীময়ী আমাকে একটি প্রশ্ন করেছিল। বলছিল, তোমাকে একবার ভাবার সুযোগ দিলাম কাল কিন্তু ১৪ ফেব্রুয়ারি আমাদের রেজিস্ট্রির দিন।

কাঞ্চনের কথার সুর ধরে শ্রীময়ী কৌতুহল নিরসন করলেন নিজেই। বললেন, এতবার আমাকে শুনতে হয়েছিল, বিবাহিত পুরুষকে বিয়ে করছো, তুমি লোকের ঘর ভেঙেছো... ইত্যাদি। আমার মনে হয় বিবাহিত পুরুষকে দোষারোপ করা খুব সহজ। মানুষ তো ভীষণ বিচার করতে বসে যায়। আমি তো নতুনভাবে শুরু করছি। কিন্তু আমার এখনও খারাপ লাগে কাঞ্চনের জন্য। কাঞ্চনকে শুনতে হয়, আপনি তো তিনবার, চারবার বিয়ে করেছেন। আসলে যারা বিয়ে করেছেন, তারাই একমাত্র জানেন কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন।

কাঞ্চনপত্নী আরও বললেন, আমার মনে হয় একটা তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের মতো করে বাঁচার, শ্বাস নেওয়ার অধিকার সবার রয়েছে। সেটা আপনি ঠিক করে দেওয়ার কেউ নন। আর আমি বিশ্বাস করি, জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে। কিন্তু আমি ওকে প্রশ্নটা করেছিলাম তার কারণ, আমি চাইনি আমার সঙ্গে সম্পর্কে নাম জড়িয়েছে বলে বা আমাকে একটা জায়গা থেকে বাঁচানোর জন্য চাপে পড়ে বিয়েটা করতেই হবে। তৃতীয় বা চতুর্থবার যেটাই হোক, সঙ্গী হিসেবে আমার জানা উচিত ছিল, কাঞ্চনের মধ্যে কোনও দোষারোপ কাজ করছে কি না?

শ্রীময়ীর কথা শেষ হতে না হতেই আলতো হাতে তার পিঠ চাপড়ে দিলেন কাঞ্চন। কেবল যে এই একটাই স্মরণীয় মুহূর্ত তা নয়, কাঞ্চন বলতে শুরু করেন, প্রথম যে দিন কৃষভি আসার খবর জানতে পারি.., শ্রীময়ী যোগ করেন, বিয়ের ঠিক ২১ দিনের মাথায় জানতে পারি, আমি অন্তঃসত্ত্বা। কাঞ্চন মুখে হাসি নিয়ে বললেন, হ্যাঁ। আরো মনে থাকবে ২ নভেম্বর কৃষভির জন্মের দিনের কথা। যেদিন ওটিতে আমি ওর হাত ধরে ছিলাম।

নানা বিতর্ক-আলোচনাকে পাশ কাটিয়েই বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী। অভিনেত্রীর এটি প্রথম সংসার হলেও কাঞ্চন মল্লিক এর আগে দুইবার বিয়ে করেছেন । এটি ছিল তার তৃতীয় বিয়ে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স