পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। গানের পাশাপাশি তিনি সমাজের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বাদ যায় না বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিও। তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়েও বারবারই সরব। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশের নানা ঘটনা নিয়ে নিজের মত দেন। এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বাংলাদেশ-ভারত সম্পর্ক খানিকটা বৈরী। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে নানা ধরনের গুজব প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতন’ হচ্ছে বলে সংবাদ প্রকাশ করছে তারা। ফলে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করা হচ্ছে। এর মাঝেই সোমবার হঠাৎই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এতে আরো উত্তেজনা তৈরি হয় দুই দেশের মধ্যে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব কবীর সুমন।
৭ ডিসেম্বর (শনিবার) নিজের ফেসবুক পোস্টে কবীর সুমন লেখেন, আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমি মানুষ হতে চাই। মুসলমানরা আমার ও আমার পরিবারের ওপরে অত্যাচার করেনি জেঠু। আমার প্রণাম নেবেন। কথাগুলো একটু আগে আমায় লিখে জানিয়েছেন আমার স্নেহভাজন এক নবীন বাংলাদেশি বন্ধু।
তিনি আরও লেখেন, তার নাম আমি প্রকাশ করছি না। মাঝে মাঝে তিনি কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করে যান।তার পরিচয় জানলে আমার দেশে তার কপালে কী জুটবে কে জানে।
বাংলাদেশের মুসলমান আর হিন্দুদের সম্পর্কে মিথ্যে কথা প্রচার হচ্ছে উল্লেখ করে কবীর সুমন বলেন, মিথ্যা প্রচার শেষ পর্যন্ত পরাজিত হবে। ভারত থেকে যারা বাংলাদেশের মুসলমান আর হিন্দুদের সম্পর্কে মিথ্যে কথা প্রচার করে চলেছে তারা জেনে রাখুক মিথ্যে প্রচারে শেষ পর্যন্ত কোনো কাজই হয় না, পশ্চিমবঙ্গের সন্দেশখালী এবং আরজি কর নিয়ে অকথ্য অনর্গল মিথ্যে প্রচার যেমন প্রচারকদের কোনো সুবিধেই ডেকে আনেনি। কবীর সুমন লেখা শেষ করেন এভাবে, ‘জয় ভালোবাসা! কবীর।
ঠিকানা/এএস