Thikana News
১২ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

একনজর প্রিয় নায়ককে দেখতে গিয়ে প্রাণ হারালেন নারী ভক্ত

একনজর প্রিয় নায়ককে দেখতে গিয়ে প্রাণ হারালেন নারী ভক্ত ছবি : সংগৃহীত
দর্শকের অপেক্ষার অবসান শেষে মুক্তি পেলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু’। আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) মুক্তি পেয়েছে। সিনেমাটির মুক্তি ঘিরে ভারতজুড়ে উন্মাদনা তুঙ্গে। প্রেক্ষাগৃহে উৎসব উৎসব পরিবেশ। হাজার হাজার মানুষের ঢল। আর এই আনন্দের মাঝেই এলো দুঃসংবাদ। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ‘পুষ্পা টু’ দেখতে দর্শকের ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক নারীর। গুরুতর জখম তার ৯ বছরের ছেলে। এ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিনেমা মুক্তির আগের দিন ৪ ডিসেম্বর (বুধবার) ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা আল্লু অর্জুন। তাকে দেখতে অগণিত দর্শক ভিড় করে সিনেমা হলের সামনে। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। ভক্তদের ভিড়ে সিনেমা হলের মেইন গেটও ভেঙে পড়ে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে।

পিটিআই সূত্রের খবর, ভিড় সামলাতে কোনও ব্যবস্থা ছিল না হল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এমনকি নায়ক এবং সিনেমার অন্য কলাকুশলীদের আসা নিয়েও আগে থেকে কোনও তথ্য পুলিশের কাছে ছিল না। ওই সিনেমা হলের যা আয়তন তাতে অত দর্শককে জায়গা দেয়াও সম্ভব ছিল না। প্রবল ভিড়ের চাপে কার্যত দিশেহারা পরিস্থিতি তৈরি হয় সেখানে। পরে ভিড় সামলাতে শক্তি প্রদর্শনও করতে হয় পুলিশকে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বিশাল সংখ্যক জনতা একসঙ্গে সিনেমা হলে ঢুকতে যান। সেই ভিড়ের মাঝে পড়ে গিয়েছিলেন ওই মা ও ছেলে। ভিড়ের মাঝে ধাক্কা খেয়ে দমবন্ধ হয়ে অজ্ঞান হয়ে যান তারা। পুলিশকর্মীরা ওই দুজনকে সিপিআর দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ওই নারীকে মৃত বলে ঘোষণা করা হয়। তার ছেলে গুরুতর ভাবে জখম হয়েছে, এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীন। এই ঘটনায় গাফিলতির মামলা দায়ের হয়েছে। আল্লু অর্জুন এখনো এই বিষয়টি নিয়ে কিছু বলছেন না।   

প্রসঙ্গত, ২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা টু’। এর প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি ঘিরে ভারতজুড়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স