Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

প্রাণ ও আত্মা

প্রাণ ও আত্মা
প্রাণ ও আত্মা দুইয়ের হয় একই মূল্যমান
একটি অন্যটির পরিপূরক নেই কোন ব্যবধান।
চালক ছাড়া জ্বালানী ছাড়া যেমন গাড়ী অচল
তেমনি আত্মা ও প্রাণ সমন্বয়ে থাকে মানবদেহ সচল।
মাতৃগর্ভে বীর্যবিন্দু থেকে সৃষ্ট অঙ্গ-প্রত্যঙ্গে প্রাণের সঞ্চার
মায়ের পেটে অঙ্গ-প্রত্যঙ্গের সমাহারে দেহ পায় পূর্ণতার।
জন্মের সূচনা থেকে মানবদেহে আত্মার সাময়িক অবস্থান
আত্মা ফিরে যায় পূর্ব ঠিকানায় যখন হয় দেহাবসান
আত্মা যে অনাদি, অবিনশ্বর, অমর, অনন্তকালীন এসত্য দেদীপ্যমান।
মানবদেহের হার্ট নামক পাওয়ার হাউসে হয় বিদ্যুতের উৎপাদন
বিভিন্ন রক্তনালীর মাধ্যমে তা’ আত্মার প্রবাহে হয় শরীরে বিতরণ।
সৃষ্টিকর্তার নির্দেশে জীবের হয় প্রাণহরণ মৃত্যুর সময়
কোরআনের বর্ণনায় নিদ্রার সময় একই ঘটনা হয়।
মৃতদের প্রাণ কভু আসেনা ফিরে পুনরায়
নিদ্রিতরা পায় প্রাণ ফেরৎ জেগে ওঠার সময়।
 

কমেন্ট বক্স