Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ভুলের দায়

ভুলের দায়
ঈশ্বরের নামে কসম করে
বলেছিলে
ভুলে যাবে না কোনো দিন!
ভালোবাসি প্রিয়, জীবনের মতো
রাতের কোলে যেমন দিন।

কিন্তু সেটাই করলে সুপ্রিয়া
দায় কে নেবে?
তুমি নাকি ঈশ্বর?
সেটা আজও এক মহাবিস্ময়।

একজন অছিলা আর একজন
ভাগ্যলিখক বিধাতা;
কেউ কোনো দিন বোঝে না
কারোর মন হারানোর ব্যথা।

নিঃস্ব যাযাবর ঘুরি পথে পথে
মেনে নিলাম অবশেষে,
আমিই করেছি মস্ত বড় ভুল
বিশ্বাস করে মজেছিলাম প্রেমে।

 

কমেন্ট বক্স