Thikana News
২৩ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

এআই চিপ সংকট : ডেটা সেন্টার, সেবা নিয়ে শঙ্কায় মাইক্রোসফট

এআই চিপ সংকট  : ডেটা সেন্টার, সেবা নিয়ে শঙ্কায় মাইক্রোসফট
বিশেষায়িত এআই প্রসেসর তৈরিতে কয়কে বছর ধরে কাজ করে যাচ্ছে মাইক্রোসফট। চ্যাটজিপিটির ওপর মনোযোগের কারণে এই চিপ নির্মাণে জোর দিচ্ছে কোম্পানিটি। 

দ্রুতগতিতে এগিয়ে যাওয়া ক্লাউড ব্যবসায় গ্রাফিক্স প্রসেসিং ইউনিটকে (জিপিইউ) ‘অতি প্রয়োজনীয় কাঁচামাল’ হিসাবে বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেছে মাইক্রোসফট। আর এটা নিয়েই শঙ্কা এই সফটওয়্যার জায়ান্টের।

প্রয়োজনীয় বিশেষ এই উপাদান না পেলে জিপিইউ’র অভাবে গভীর সংকটে পড়তে পারে কোম্পানিটি – এমন কথা উঠে এসেছে বৃহস্পতিবার প্রকাশিত কোম্পানিটির বার্ষিক প্রতিবেদনে।

অন্যান্য ছোট কোম্পানিকে এআই ব্যবসায় প্রয়োজনীয় সুবিধা দিতে হার্ডওয়্যারের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন ঘটেছে প্রতিবেদনটির ভাষায়, মন্তব্য সিএনবিসির।

ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রকাশের পর, টেক্সট, অডিও, ভিডিও, এবং ছবির মাধ্যমে জবাব দেওয়ার সক্ষমতায় এআই, বিশেষ করে জেনারেটিভ এআই চ্যাটবটগুলোর জনপ্রিয়তায় জেয়ার তৈরি হয়। এর ফলে সরাসরি লাভবান হয় জিপিইউ প্রস্তুতকারক এনভিডিয়া, তার পাশাপাশি খানিকটা সুবিধা তুলে নিতে পেরেছে এএমডি।

“অনুমোদিত এবং উপযুক্ত ভূমি, প্রত্যাশিত শক্তির উৎস, নেটওয়ার্ক সরবরাহ, সার্ভার, জিপিইউসহ অন্যান্য উপাদানের ওপর আমাদের আমাদের ডেটা সেন্টারগুলো নির্ভর করে।” ৩০ জুনে শেষ হওয়া ২০২৩ অর্থ বছরের প্রতিবেদনে বলেছে মাইক্রোসফট।

নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো নথিতে জিপিউইউর কথা উল্লেখ করেছে কোম্পানিটি। গত বছরের প্রতিবেদনে এর উল্লেখ ছিল না। অ্যালফাবেট, অ্যাপল, অ্যামাজন এবং মেটার মতো শীর্ষ কোম্পানিগুলোর বিগত কয়েক বছরের বার্ষিক প্রতিবেদনেও উপস্থিত ছিল না জিপিইউ’র কথা।

চ্যাটজিপিটিসহ অন্যান্য এআই মডেলগুলোর কম্পিউটিংয়ে মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউডের ওপর নির্ভরশীল ওপেনএআই; যা কোম্পানি দুটির মধ্যে একটি জটিল অংশীদারিত্বের অংশ। অন্যদিকে মাইক্রোসফটও আউটলুক, ওয়ার্ড অ্যাপ্লিকেশন এবং বিং সার্চ ইঞ্জিনের মতো তাদের বিদ্যমান পণ্যগুলোতে জেনারেটিভ এআইয়ের মাধ্যমে সক্ষমতা বাড়াতে ওপেনএআইয়ের মডেলগুলো ব্যবহার করছে।

চ্যাটজিপিটির মাধ্যমে পাওয়া সুবিধা এবং প্রযুক্তিটির প্রতি আগ্রহের কারণে জিপিইউ’র প্রতি আগের চেয়ে চাহিদা বেড়ে গেছে মাইক্রোসফটের।

“অ্যাজিউর তাদের এইচ১০০ আই সুপারকম্পিউটারের প্রাইভেট প্রিভিউ উন্মুক্ত করবে, মাইক্রোসফটের এমন ঘোষণায় আমি রোমাঞ্চিত।” গত মার্চে জিটিসি ডেভেলোপারদের সম্মেলনে বলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং।

এরই মধ্যে মাইক্রোসফট নিজেদের বিশেষায়িত এআই প্রসেসর তৈরিতে কয়কে বছর ধরে কাজ করে যাচ্ছে। চ্যাটজিপিটির ওপর সমস্ত মনোযোগের কারণে এই চিপ নির্মাণে জোর দিচ্ছে মাইক্রোসফট –বিভিন্ন বেনামী সূত্রের ভিত্তিতে গত এপ্রিলে এমন খবর প্রকাশ করে দ্যা ইনফরমেশন। অ্যালফাবেট, অ্যামাজন এবং মেটাও গত এক দশক ধরে নিজস্ব এআই চিপ তৈরির জন্য কাজ করে যাচ্ছে।

ডেটা সেন্টারের ব্যয়, স্ট্যান্ডার্ড সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, নেটওয়র্কিং হার্ডওয়্যার এবং জিপিইউ’র কারণে এ প্রান্তিকেও ব্যয় বৃদ্ধির ধারা অব্যহত থাকবে, বলেছেন  কোম্পানিটির অর্থায়ন বিভাগের প্রধান এমি হুড। মঙ্গলবার বিশ্লেষকদের সঙ্গে এক কনফারেন্স কলে তিনি বলেন ‘এর সামগ্রিক সক্ষমতায় সার্বিক গতি বৃদ্ধি পাবে।’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স