ছন্দা বিনতে সুলতান
আমার কি কোনো অতীত ছিল?
নিবিড় করে কাছে টানার
ভালোবাসার মানুষ ছিল।
শ্রাবণ দিনে কদম হাতে,
কেউ কি আমার মন ভরাত?
জানি না তো।
আমার কি কেউ আপন ছিল?
নিতান্তই একান্ত আপন।
মনে পড়ে না তো।
শুধু শুধু মনই পুড়ে
চিতার অনলে।
কেমন ছিলাম, আমার আমি
ভুলে গেছি সবই আমি।
নিজেকে আজ কেমন যেন
ভীষণ অচেনা লাগে।
ক্ষমা করো, এই আমারে
যদি কেউ বাসো ভালো।
বাঁচা-মরার সন্ধিক্ষণে,
বেঁচে আছি স্মৃতিভ্রমে।