Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

পোয়াতি মেঘের গল্প

পোয়াতি মেঘের গল্প
তিন দিন হয়ে গেল পোয়াতি মেঘের দেখা নেই
আর আমিও আড়মোড়া ভেঙে জেগে উঠিনি
নিরীহ প্রজাতির প্রাণী, যে যেমন ইচ্ছে লুটে নিচ্ছে
চেনা উত্তরীয় সুখ, আর আমি সমানে টেনে যাচ্ছি
ঘানি, ভোর না ফুটতেই নুন নেই, এর কিছুক্ষণ পর
চুন, এভাবেই চলছে ভুঁইফোড় জীবন!

সাক্ষ্য আর বাক্য কোনো দিন এক করতে পারিনি
অথচ কালের লণ্ঠন হাতে সবাই বড় বড় কথা বলি;
অথচ আমরা কেউ কাউকে বুঝতে শিখিনি
আমিও বোঝাতে পারিনি বিবিধ কবিতা, ছন্দসুখ
অথচ দেনার দায়ে কত বেচে দিয়েছি নগদ সুখ
বেচে দিয়েছি কত-না অপ্রকাশিত কবিতার চাঁদমুখ
তবু এ জীবনে কারও জোয়ারের সাথি হতে পারিনি!!

কমেন্ট বক্স