সত্য বহুদিন ধরে বোবা হয়ে আছে আর কত?
আমাদের ফেলে আসা সূর্যের ঠিকানা চলো খুঁজি,
মিলন নিষিদ্ধ নয়, পুনর্বার ভাবো কেন অত?
পবিত্র রমণী তুমি, শুধু তোমাকেই আমি বুঝি।
এ জীবনের চেয়েও, প্রগাঢ় চুম্বন মূল্যবান
নির্মাণের সব শিল্পকর্ম নিয়ে ঠোঁটে ঠোঁট রাখি,
হরিণীর মতো চোখে আকাশের তারা বিদ্যমান অন্ধকার মশারির ছাদে, পাখা মেলে সুখপাখি।
আলতামাখা পদচিহ্ন স্বর্গের উঠোনে দোল খায় হৃদয়ের উষ্ণতায় ধমনিতে ছোটে বিস্ময় আলো;
পাহাড়ের শীর্ষে জ্যোৎস্না, চুম্বকের মতো নিয়ে যায় কামার্ত জিহ্বার ফিসফিসানি, নগ্ন দেহে লাগে ভালো।
বুকের জমিনে আজ লক্ষ-কোটি ভালোবাসা ফুল
আদম-হাওয়ার মতো হয় হোক একটুখানি ভুল ॥