Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

ধর্ম যার যার উৎসবও তার!!

ধর্ম যার যার উৎসবও তার!!


‘ধর্ম যার যার উৎসব সবার’
সুশীলেরা বলে তাহা শুনি বারবার।
হিন্দু কি মুসলিম মোরা ভাই ভাই
এই কথা বলি সবে, এটাই তো চাই।
পূজা হউক, দোলা হউক, রং মাখামাখি
বাঙালির ‘কালচার’ খুঁজো নাকো ফাঁকি!
ফাঁকি যত আছে সব ‘ইসলামে’ ভাই
চেতনার মসলাতে তার স্থান নাই!
বলশালী তেলতেলে যত চেতনা
‘ইসলাম’ ঢুকে গেলে বাড়ে বেদনা!
হউক সেটা সাম্যের কিংবা হামদ নাত
বাঙালির কালচারে করে উৎপাত!
সুকুমার চর্চায় এরা হলো বাধা
প্রগতির রাস্তায় ছিটাইবে কাদা।
যদি হতো ভজন বা শ্যামাসংগীত
তবেই না চেতনাতে পাবে সংবিৎ!
গো-হত্যা ‘সনাতনে’ গুরুতর পাপ
‘ইসলাম’ করে যায় নাই সন্তাপ!
এত কিছু বুঝি শুনি চোখে দেখি সবে
অযথাই চেঁচামেচি করি উৎসবে!
তাই বলি সত্য যা বলি বারবার
ধর্ম যার যার উৎসবও তার!!

 

কমেন্ট বক্স