আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত নেবার দিন সামনে
সূর্যের আলো কি অন্ধকারকে কভু ভয় পায় বলো?
কোলাহলপূর্ণ বন্দরে বজ্রপাত হচ্ছে ক্ষণে ক্ষণে
অগ্ন্যুৎপাতে পুড়ছে মাটি ভিসুভিয়াসের হাল হলো!
যন্ত্রণার চিৎকারে পুড়ছে মার শাড়ির আঁচল
মন বলে, ফাঁদে আটকে গেছে বিজয়গাথা ইতিহাস
এত মৃত্যু এত রক্ত! কাঁদে মেঘ কাঁদে হিমাচল!
ভয়ংকর সত্যে হও যুক্ত, মুক্ত করো অধিবাস।
চলছে পিশাচের নগ্ন নৃত্য, বিকৃত মানসিকতা
প্রতিবাদে প্রতিদান মানবচৈতন্যের জয়গান
ইতিহাস বিজয়গাথা বিপ্লবের ধারাবাহিকতা
ভয়ার্ত চিৎকারে নয়, ক্রোধের আগুনে আত্মদান।
ধাক্কা মেরে গাড়ি যায় সরানো, সমুদ্র কিন্তু নয়
আগুনের ব্যবহার জানলে, শত্রু মানবে পরাজয় ॥