অথচ স্বপ্নগুলো ছিল যৌক্তিক
নির্মলা সবুজাভ অতিসাধারণ;
অল্পস্বল্প গল্পগুলো কান্নার বাহন
নষ্ট কষ্টগুলোয় তিক্ত রিক্ত জীবন।
কিন্তু আমি বেঁচে আছি বন্দিশালায়
কিছু মায়া কিছু মমতার শিকলে;
ধার করা সহানুভূতি বড্ড পীড়াদায়ক
তবুও কোনো কিছুতেই থামেনি সূর্যগ্রহণ।