অনেক দিন হয়
ডাকো না আমায়
কত যে আশা মনে,
এই বুঝি ঘণ্টা বাজবে
অপেক্ষা ক্ষণে ক্ষণে।
কত দিন কত রাত
গল্পের ঝুড়ি বন্ধ,
এখন কিছু বললেই বলো
ভালো লাগে না
সবটাই যেন মন্দ।
পুরোনো সব রাখি না আর
স্মৃতির পাতা আজ শূন্য,
পিছু ভাবনা সব পেছনে ফেলি
সবটাই নতুনের জন্য।
যাহাতে তোমার
চোখের আনন্দ উছলে উছলে পড়বে,
তাহাতে আমি হব খুশি
আনন্দের জল ঝরবে।
পুরোনো সব ফেলে দিয়ে
যদি ভালো লাগে তোমার মনে,
কথা দিলাম আসব না আর
কোনো দিন কোনো ক্ষণে।