Thikana News
২৩ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ডেটলাইন জুলাই ও অন্যান্য

ডেটলাইন জুলাই ও অন্যান্য
একটি লাশের অপেক্ষায় দাঁড়িয়ে আছি
টিএসসির মোড়ে
কার্জন হলের কোল ঘেঁষে নেমে আসে যে সবুজ উদ্যান
সেখানে শুধুই বারুদের ঝাঁজ, উদ্ভট পোড়া নিঃশ্বাস
নরোম ঘাসের বুকে খেলছে জারজ বুলেট;
কফির ঘ্রাণের বদলে
মধুর ক্যান্টিনের নাসিকা থেকে গড়িয়ে পড়ছে
থোকা থোকা রক্তপলাশ
আমি দাঁড়িয়ে আছি যেন রাতজাগা ডাহুক

একটি লাশের অপেক্ষায় দাঁড়িয়ে আছি
আমাকে রক্তচক্ষু উঁচিয়ে পাশ দিয়ে চলে যায় ট্যাংক
পিপাসায় কাতর রাইফেলের নল
সাঁজোয়া যানগুলো আমাকে শাসিয়ে চলে যায়;
আমার চারপাশে মুহুর্মুহু বোমার মতো
লাফিয়ে পড়ছে ক্ষুধিত দুর্বৃত্ত
উদ্ধত শাসনের মতো ধূম্রকেশ
লালবৃত্ত হাতগুলো বুকপকেটে রাখে বিবর্ণ সকাল

এই সোহরাওয়ার্দী উদ্যান একদিন ছিল নির্মল
আজ দগ্ধ বাতাসে
কেবলই পুত্রহারা শোকের মাতম
কন্যাহারা মায়ের একাকাশ আর্তনাদ
রমনা লেকের স্বচ্ছ জলে বিধ্বস্ত বিষণ্নতা
আর
গেরুয়া পোশাক পরে দাম্ভিক রাতের আকাশ

সূর্যচোখে শহীদ মিনার, কার্নিশ থেকে উদ্গীরিত হচ্ছে দ্রোহ
রাজপথে নিয়ন বাতি হয়ে জ্বলে শহীদি মিছিল
আমি দাঁড়িয়ে আছি যেন উন্মনা যৌবন, উদ্বাস্তু

দাঁড়িয়ে আছি শাহবাগ-শোণিত-চত্বরে
কফি-সন্ধ্যা-চাদরে মোড়া বেদনা-প্রহর
পাখিদের ডানা-ঝাপটানো শোকে ভেসে যাওয়া বসন্তে

আমি দাঁড়িয়ে আছি একটি লাশের অপেক্ষায়
আমার প্রিয়তমার লাশ...

অথচ ঘুটঘুটে কালো রাত্রি আমার দিকে তর্জনী তুলে
আঙুল চেপে ধরে স্ট্রিগারে
আর লোমশ দীর্ঘ পুচ্ছ নাচাতে নাচাতে
আমাকে কী যেন শাসিয়ে দিয়ে চলে যায়...
 

কমেন্ট বক্স