শারদ রঙের খোঁজে বেড়াই ইচ্ছেখুশির রথে
রঙের ডালা হাতে নিয়ে ঘুরি পথে পথে।
আকাশ নীলে নিলাম তুলে অল্প কিছু নীল
রোদের সিকি ঝিকিমিকি বাহারি ঝিলমিল।
ইন্দ্রধনুর সাতটি রং নিলাম আমি চেয়ে
জাফরান রং নিলাম কিছু শিউলি গাছে বেয়ে।
নদীর পাড়ে কাশের বনে নিলাম কিছু সাদা
শিউলি ফুলে ভরাই ডালা সঙ্গে হলুদ গাঁদা।
দূর্বাঘাসে নিলাম তুলে সবুজ রং যে কিছু
মাল্টি রঙের আশায় নিলাম ময়ূরপঙ্খীর পিছু।
জবা ফুলের পাপড়ি হলুদ নিলাম কিছু হাতে
কালো রঙের খোঁজে ঘুরি অমাবস্যার রাতে।
পুজোর গানের সুরে সুরে বেড়াই রুপোর মলে
শারদ রঙে মনের কালো যাক না দূরে চলে।