একটা নতুন পৃথিবী চাই
বাঁচতে চাই নতুন আশায়
সহায় আল্লাহ খোদা ঈশ্বর ভগবান
নয় লড়াই, নয় খারাপ আচরণ
নয় কোনো খারাপ কিছু অন্যের জন্যে
চাই নতুন কলম, নতুন নৌকা
সুশিক্ষার নতুন বাতাস
নতুন উন্নয়ন নতুন পাল করা...
চাই নতুন পৃথিবী মেধাবী ছাত্রদের জন্য
মাছ-ভাত, আর ফেলে আসা মধুর শৈশবকাল
মানুষ কখনো বড় হয় না
দামি কাপড় কিংবা পেন্সিল হিল পরে
বড় তো সেই যে শিশুর মতো
প্রাণখোলা হাসি হেসে সবাইকে
বুকে জড়িয়ে ধরে।