তোমায় ছুঁতেও পারি না,
অধিকারে তো নয়ই!
তবু যে হৃদয় গহিনে,
বসে আছ আসন গেড়েই।
তোমায় চাইতেও পারি না,
একান্তে তো নয়ই!
তবুও অভিমানী আমি,
একেলা আমাতেই।
নির্জন বন, পর্বতে,
দুঃসাহসিক তো নয়ই!
কাছাকাছি, মাখামাখি,
আসো তুমি শুধু কল্পনাতেই।
গরম কফিতে দুজনে চুমুক
কাপ শুধু একটাই,
দুঃসাধ্য স্বপ্ন আমার!
ভাববার নেই অবকাশ আর।
তোমা কোলে মাথা,
আঁকিবুঁকির খেলা,
স্পর্ধার কী ধৃষ্টতা আমার!
খুনসুটি সারাবেলা।