প্রতিবছরের মতো এবারও দীর্ঘ প্রতীক্ষিত মাটির সুধা গন্ধে, আনন্দ-উল্লাসে গত ২২ সেপ্টেম্বর স্থানীয় গ্লেনবার্ন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত গ্লাসগো বাংলা মেলা ২০২৪। স্কটল্যান্ডের সর্ববৃহৎ চ্যারিটি সংগঠন ‘বাংলা সেন্টার’ আয়োজিত এই মেলার উদ্যোগ মূলত গ্রেটার গ্লাসগো এবং আশপাশে বসবাসকারী বাংলাদেশিদের বাংলা সংস্কৃতি ও কৃষ্টি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি অনবদ্য প্রয়াস।
এবারের মেলার অন্যতম উদ্দেশ্য ছিল স্কটল্যান্ডে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষদের সামাজিক অন্তর্ভুক্তি ও একাকিত্ব দূরীকরণের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক সম্পর্কের সেতুবন্ধ প্রতিষ্ঠা করা।
দিনভর স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনায় গান, আবৃত্তি, কৌতুক, অভিনয়ের পাশাপাশি ছিল নানা ধরনের দেশীয় খাবার, পিঠা, অলংকার, মেহেদি, খেলনা বেচাকেনার রকমারি স্টল।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রিফাত রাব্বির প্রযোজনায় নাটিকা ‘হাঁসফেসে আশপাশ’।
এ ছাড়া মেলায় বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ফান্ড রেইজিংয়ের আয়োজন করা হয়।
তিন শতাধিক দর্শকের উপস্থিতিতে মেলার শেষ পর্যায়ে র্যাফল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


