পান্তা ভাতে কাঁচামরিচ ভেজা ভেজা খাও
ভিজনা পিঠার পৌষ পাবণ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির গাঁও
সদা মুখরিত পল্লির গান ভাটিয়ালি গাও
এমনি জীবন রং মাখানো আজ কোথায় পাও...
দূর বহুদূর আটলান্টিক পাড় এ কেমন জীবন
ভিজা চোখ শিশির সকাল নয়ন ভরে যায়
দিন চলে রাত আসে ইট-পাথরের ঠায়
এমন করে রহিয়া রহিয়া সূর্য ডোবার পালা আয়।
মন ভরে না জীবন নায় খালি খালি লাগে
মনের তলে ফাটা ছিদ্র কখন যেন নাও ডুবে ভয়
লাল রবি পশ্চিমাকাশে আয়ু বেশি আর নাই
ডুবতে ডুবে গেল অন্ধকারের গাঁয়।
বিদায় দেওয়ার নাই মোর কেউ অনাথ এ সন্তান
মাতৃকোলে এতিম সর্বহারা বিষাদের কালো দাবা
কোথায় ভুল কার ভুল এ জন্ম মিথ্যা ফাঁকি
তবুও এক জনম জিও মানব ভাগ্য বিড়ম্বনা...