Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

আমরা কি আজ মত্ত সবাই নিষ্ঠুরতার ‘কলা’ শেখায়?

আমরা কি আজ মত্ত সবাই নিষ্ঠুরতার ‘কলা’ শেখায়?
হৃদয়জুড়ে খানিক তাদের
মানবতার ছিটা ছিল,
তাই তো তারা ক্ষুধা পেটের
তোফাজ্জলকে খেতে দিল!

তাঁর ছিল এক নিঃস্ব জীবন
এই পৃথিবীর মানুষ মেলায়,
মনোবিকার শূন্য স্নেহে
যাচ্ছিল দিন অবহেলায়!

ওরা সবাই ছাত্র ছিল
মেধার কোটায় প্রফুল্লিত,
ক্ষীণ মেধার ছাত্রকে তাই
পিটিয়ে মারায় উল্লসিত!

পড়ছে তারা বাংলাদেশের
শ্রেষ্ঠতম বিদ্যাপীঠে ,
কেমনে তাদের তুল্য করি
হায়েনা বা নরক কীটে?

সভ্য জাতির পাঠশালাতে
অসভ্যতা কেমন দেখায়?
আমরা কি আজ মত্ত সবাই
নিষ্ঠুরতার ‘কলা’ শেখায়?
 

কমেন্ট বক্স