অন্যের সুখ দেখে খুশিতে খুশি
সুখে সুখী হতে পারে কতজন?
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংস্কৃতির হিংসুটে সমাজে,
সর্বনাশে নেচে ওঠার বেশি বাঁকা চোখ।
অন্য রকম প্রেমে সংকটাপন্ন সরলতা,
ভিন্ন রকমের মানসিকতায়-
স্থিতি নেই মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যে।
এখানে সমব্যথী আছে-সহযোগী নেই,
নির্ভরতা, আশ্বাস, এসবে কোনো বিশ্বাস নেই;
বেশের বাহুল্য আছে, অনুশাসন নেই!
দেয়ার দুর্ভিক্ষে আছে লুটের নির্লজ্জতা।