Thikana News
২৮ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

আত্মনুরাগ

আত্মনুরাগ
অন্যের সুখ দেখে খুশিতে খুশি
সুখে সুখী হতে পারে কতজন?
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংস্কৃতির হিংসুটে সমাজে,
সর্বনাশে নেচে ওঠার বেশি বাঁকা চোখ।

অন্য রকম প্রেমে সংকটাপন্ন সরলতা,
ভিন্ন রকমের মানসিকতায়-
স্থিতি নেই মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যে।

এখানে সমব্যথী আছে-সহযোগী নেই,
নির্ভরতা, আশ্বাস, এসবে কোনো বিশ্বাস নেই;
বেশের বাহুল্য আছে, অনুশাসন নেই!
দেয়ার দুর্ভিক্ষে আছে লুটের নির্লজ্জতা।

কমেন্ট বক্স