ডালে বসে মাতে পাখি সুমধুর গানে,
সুরে তার মজে যাই ঢেউ জাগে প্রাণে।
গাছের ছায়ায় বসে খাড়া করি কান,
শুনতে ভীষণ লাগে পাখিদের গান!
সবুজের সমারোহ যেদিকে তাকাই,
দেখলে দু’চোখ মেলে মন ভরে যায়।
বাতাস আসলে জোরে দুলে ওঠে ধান,
গায় চাষি গলা খুলে সুখে ডাকে বান!
দিগন্তে মিশে যায় সুনীল আকাশ,
দেখে এই মনখানা হয় যে উদাস।
পাতার শরীরে রং করে চিকচিক,
রোদ মেলে হাসে রবি লাগে ঝিকমিক!
ক্লান্ত পথিক হাঁটে মেঠোপথ ধরে,
বৃক্ষ বিলায় ছায়া পরম আদরে।
দূর থেকে ইশারায় ডাকে তালগাছ,
ভালো লাগে পাতাকাঁপা বায়ুমাখা নাচ।
অচেনা মানুষ নয় সব চেনা মুখ,
কাছে এলে হয় কথা জুড়ায় এ বুক!
নির্জনে খুঁজি আমি অচেনা আপন,
খুঁজে ফিরি স্মৃতি যা-করেছি যাপন।