Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

নির্ঘুম পদাবলি

নির্ঘুম পদাবলি
রাতজাগা পাখির ঠোঁটে ঘুমন্ত নগরী
ডাহুকের বিরহ সুরে ঝড়ের পূর্বাভাস
মুরগির মতো ঝিমায় পথিকৃৎ যোদ্ধা
বারমুডা ট্রায়াঙ্গেলে নিখোঁজ স্বপ্নদ্বীপ।
ব্যর্থতার প্রচ্ছদ আঁকে যজ্ঞ পুরোহিত
মদিরায় ডুবে থাকে নাইটিঙ্গেল ভোর
দারিদ্র্যের কাঠগড়ায় ক্ষুধার্তের কঙ্কাল
রুগ্্ণ পটভূমিতে আঁকা বনসাই জীবন।
প্রতিশ্রুতির নাট্যমঞ্চে প্রেমহীন সংলাপ
চাওয়া-পাওয়ার শেষ দৃশ্য বিয়োগান্ত
অন্তঃসারশূন্য মানবতার বুকে দাঁড়িয়ে
এখনো গর্জে ওঠে নির্ঘুম পদাবলি।

 

কমেন্ট বক্স