Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

নিয়ন বাতির সমাপ্তি

নিয়ন বাতির সমাপ্তি
আমার পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ
নবায়ন করে নেব শীঘ্রই
উড়ে যাব মাথা উঁচু করেই
স্পিডবোট বা নৌকাতে নয়
কোস্টগার্ড যেন চিনতে না হয়।
জীবনের শেষ দিনগুলো ঘুরব এ-দেশ থেকে ও-দেশ
আহ্ কী আনন্দ, আনন্দের নেইকো শেষ।
ঘুরন্তী প্রজাপতিটার সব স্বপ্নের হবে মিলান্তি
তারপর হবে এই রঙিন নিয়ন বাতির সমাপ্তি।
 

কমেন্ট বক্স