উন্নয়নের বেলুন ফুটে
বেরোচ্ছে সব মিথেন গ্যাস,
বাংলাকাশের ওজোন স্তরে
দৃষ্টিগোচর তাহার রেশ!
স্মার্ট আকাশে লাগছে ধোঁয়া
যাচ্ছে খোয়া কার সনে?
চোখ পড়ে কি বিষের আকর
ক্লোরোফ্লোরো কার্বনে?
তিস্তা নদীর গতির ধারা
ঠিক ছিল কি? কোনোকালে?
জলের তোড়ে বদ্বীপ ভাসে
পিশাচ হাসে ‘দিকপালে’!
বর্জ্য ঋণে দিনে দিনে
বাড়ছে দেনা এই দেশের,
নেই তো ক্ষতি বনস্পতি-
রানি কিংবা দরবেশের!
মুক্ত হাওয়ায় তারার মেলায়
নতুন দিনের চাঁদ দেখি,
চাঁদের গায়ে পদ্মা সেতু-
মেট্রোরেলের ফাঁদ দেখি!