যুগ যুগ কারও স্বপ্নের, আর্তচিৎকার হাহাকার
অধিকার, নির্ভীকতা মুক্তির হাতিয়ার
হামলা-মামলা জেল-জুলুম, অহর্নিশ কারাগার।
মৃত্যুকে আলিঙ্গন করি, হাসিমুখে বারবার
ধ্বংসীতে অত্যাচারী শাসকের অতৃপ্ত পাপাচার।
রক্তের ছোপ ছোপ দাগ, বনি আদমের
লক্ষ প্রাণে গাঁথা একখণ্ড মাটি স্বাদনের
আমি অহিংস, চুক্তি, দাবি বিজয়ের।
পুত্রহারা পিতার ভারাক্রান্ত খাটিয়া
অশ্রুপাতের করুণ চিৎকার, হুলিয়া।
মাতৃছায়ায় বেড়ে ওঠা দুধশিশুর,
রক্তের নালায় জাগিয়ে তোলা মিছিল।
রক্তের বয়ে চলা সীমাহীন স্রোত,
ধর্ষিতা নারীর মুক্তির আগমনী ফেরেশতা দূত
সাহসে মননে শহীদে উজ্জীবিত যুবকের চোখ।
আহাজারির বুকে গড়ে তুলি বিশ্বাসের মিনার
বৈষম্যহীন সমাজ গড়ে তুলি শোষণের আঁধার।
আমি যুদ্ধ, ক্রুদ্ধ মত্ত এক সিপাহি
সাহসী জনপদে করি বাস-ভেঙে স্বৈরাচারীর স্বাদ
হাতে হাত রেখে প্রতিরোধ গড়ি অন্যায় ফ্যাসিবাদ।
সীমান্ত গড়ি নতুন আলোর স্বকাশে
গড়ি ছায়ানট স্লোগান-মিছিলে মিছিলে।
স্বাধীনতা-
চিরকালীন গর্ব, আমি সেই মুক্তির অমর প্রতিমা,
আমিই স্বাধীনতা, বাঁচার পূর্ণ মর্মকথা।