Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

পৃথিবীর ডিজিটাল টুইন তৈরির পরিকল্পনা

পৃথিবীর ডিজিটাল টুইন তৈরির পরিকল্পনা
নিজের একটি ডিজিটাল টুইন তৈরির কথা ভেবেছেন কখনো? কিংবা পুরো পৃথিবীর একটি ডিজটাল টুইন থাকলে কেমন হয় ভেবেছেন? ইউরোপীয় ইউনিয়ন আমাদের পৃথিবীর এক হুবহু ডিজিটাল সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা থেকে শুরু করে নানা কাজে ব্যবহার করা যাবে এই ডিজিটাল টুইন।

বন্যা, খরা, দাবানল- বিরুপ আবহাওয়া আমাদের সবার উপর প্রভাব ফেলছে! কিন্তু আপনার শহর, পাড়া, বাড়ির আসলে কী হবে? আমাদের বিষয়টি বোঝাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এক বিশাল প্রকল্প নিয়েছে। আমাদের ধরিত্রির এক ডিজিটাল টুইন বা জমজ।

ডিজিটাল টুইন কী?
ডিজিটাল টুইন আসলে কী? ডিজিটাল টুইন হচ্ছে-একটি বস্তু বা ব্যবস্থার ভার্চুয়াল উপস্থাপন। একটি সত্যিকারের পরিস্থিতির প্রতিরূপ। বাস্তবধর্মী করে ডিজিটাল টুইন তৈরি করা হয় এবং এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়। আমরা যাতে আরো ভালো সিদ্ধান্ত নিতে পারি এজন্য এসব তৈরি করা হয়। ইইউর ‘ডেস্টিনেশন আর্থ’ বা ‘ডেস্টিনই’ নামের এই প্রকল্প ‘আমার বাড়ি তৈরির জন্য এটা কি আদর্শ স্থান?’ এমন প্রশ্নেরও উত্তর দিতে পারে।

‘ডেস্টিনই’কে আমরা আর কোন কোন কাজে ব্যবহার করতে পারি?
‘ডেস্টিনই’ প্ল্যাটফর্মে নানারকম সিম্যুলেশনে প্রবেশ করা যাবে। আপনার এলাকায় বন্যা হলে কী ধরনের পরিস্থিতি হতে পারে বা জলবায়ু পরিবর্তন পর্যটনের উপর কী প্রভাব ফেলবে তা এই অ্যাপ দেখাতে পারে। আপনি যদি কৃষক হন, তাহলে হয়ত জানতে চাইবেন আপনার শষ্যের উপর জলবায়ুর প্রভাব কী হবে৷

বা সোলার প্যানেল বসানোর আদর্শ জায়গা কোনটা... অর্থাৎ জানার ক্ষেত্র অনেক। ডেস্টিনই প্ল্যাটফর্ম এটির ব্যবহারকারী এবং বিকাশকারীদেরকে নিজেদের জন্য সুনির্দিষ্ট পরিস্থিতি তৈরির সুযোগ দেয়।

বর্তমানে অবশ্য সীমিত কিছু সেবা চালু রয়েছে, কেননা, অ্যাপটিতে অনেক তথ্য এখনো যোগ হচ্ছে। ২০৩০ সাল নাগাদ পৃথিবীর অবিকল ডিজিটাল প্রতিরূপ তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই প্রকল্প।

এটি কীভাবে তৈরি হচ্ছে?
ডেস্টিনই তৈরির মূলে রয়েছে ‘ডেটা লেক’ নামের এক বিশাল তথ্যভাণ্ডার। ইউরোপীয় মহাকাশ সংস্থা, পৃথিবী পর্যবেক্ষণকারী সংস্থা কোপার্নিকাসসহ বিভিন্ন জায়গা থেকে পরিবেশ বিষয়ক তথ্য সংগ্রহ করে এটি। যখনই বিজ্ঞানীরা ডিজিটাল টুইনে কোনো সিম্যুলেশন করেন, সেসব তথ্যও ডাটাবেসে যুক্ত করা হয়।

ভালো কথা, শুধু ইইউই কিন্তু আমাদের পৃথিবীর ডিজিটাল টুইন তৈরি করছে না। চিপনির্মাতা এনভিডিয়ারও একটি রয়েছে। তারা জানিয়েছে যে, তাইওয়ান সরকার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেতে এটি ব্যবহারের পরিকল্পনা করছে।

আর শুধু আমাদের বিশ্বের ডিজিটাল টুইনই নয়- এই ডেটা মডেল সব ধরনের কনটেক্সটেই ব্যবহার করা যায়। আর কোন কাজে ডিজিটাল টুইন ব্যবহার করা যায়?

এখানে তিনটি উদাহরণ দেওয়া হলো-
১. সার্জারি আরো নিরাপদ করা: প্রকৃত অস্ত্রোপচারের আগে মানবদেহ বা এটির কোনো সুনির্দিষ্ট অঙ্গের ডিজিটাল টুইনের উপর পুরো প্রক্রিয়া যাচাই করা যায়৷ ডিজিটাল টুইনের উপর এমন সিম্যুলেশন প্রকৃত পরিস্থিতিতে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে সে সম্পর্কে ধারণা দিতে পারে৷

২. আপনার শহরকে আরো বসবাসোপযোগী করা: বিভিন্ন শহরের ডিজিটাল টুইন ব্যবহার করে নগর পরিকল্পনাকারীরা সবুজায়ন এবং ভবনের কাঠামো কীভাবে বায়ুর মান, তাপমাত্রা এবং বাতাসের উপর প্রভাব ফেলবে তা যাচাই করতে পারেন৷ এ ধরনের তথ্য ব্যবহার করে কোথায় দোকানপাট, কোথায় বিদ্যালয় বা কোথায় সড়ক নির্মাণ করা উচিত তা নির্ধারন করা যাবে৷ 

৩. রেলযোগাযোগ আরো সময়ানুবর্তী করা: জার্মানির জাতীয় রেলওয়ে কোম্পানি ডয়চে বান এটির রেল নেটওয়ার্কে ডিজিটাল টুইন তৈরি করছে৷ এটিতে সিম্যুলেশনের মাধ্যমে ট্রেন রুট বা সময়সীমায় কী ধরনের পরিবর্তন আনলে তার প্রভাব কী হবে, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে৷

সহজ করে বললে কার্যকারিতা বাড়াতে এবং ঝুঁকি কমাতে ডিজিটাল টুইন তৈরি করা হচ্ছে৷তবে এসব অনেক কম্পিউটিং ক্ষমতা দরকার, যা বর্তমানে শুধু বড় ইন্সটিটিউটগুলোর রয়েছে৷ কিন্তু কে জানে, ভবিষ্যতে হয়ত আমরা আমাদের পকেটে ডিজিটাল টুইন নিয়ে চিকিৎসকের কাছে যাবো৷ ব্যাপরটা মজার হবে না?

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স