Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

স্যালুট তোমাদের

স্যালুট তোমাদের
স্যালুট জানাই ওহে সোনার ছেলেমেয়ের দল
তোমরা ন্যায়ের অগ্নিশিখা দেশের শক্তি-বল।
জীর্ণজরা দেশটাকে আজ করছ সংস্কার,
উঠলে জেগে দেশদ্রোহী করবে বহিষ্কার।

বুকটা মায়ের খালি করে আনছে চোখের জল
পড়বে না কেউ তাদের ফাঁদে যতই করুক ছল।
দায় নিয়েছ দেশটা গড়ার এই যে শতাব্দীর,
তোমরা দেশের গর্ব সবাই উচ্চতর শির।

মুখোশ পরে আসবে কত দেশদ্রোহীর দল
করবে নাটক ছলাকলা নাড়বে কাঠি কল।
আসুক যতই অপশক্তি তোমরা দেবে রুখে,
জ্বালবে আগুন নতুন করে দুঃসাহসিক বুকে।

স্মরণ রেখো ভাইবোনেদের জীবন বলিদান
পিচপথে যে রক্ত ঢেলে রাখল দেশের মান।
সোনার এ দেশ মায়ের মতো রাখবে ভালোবেসে,
তোমাদেরই হাতটি ধরে উঠবে রবি হেসে।

কমেন্ট বক্স