Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

আমি নিঃশ্বাস নিতে পারি না

আমি নিঃশ্বাস নিতে পারি না
আমি নিঃশ্বাস নিতে পারি না।
বাতাসে বারুদের গন্ধ, রক্তের গন্ধ, পচা লাশের গন্ধে,
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
আমি একটু বুকভরে নিঃশ্বাস নিতে চাই।

আমি ঘুমোতে পারি না।
ঘুমোতে গেলেই দুঃস্বপ্নে জেগে উঠি,
দেখি আমার সন্তানের রক্তাক্ত নিথর দেহ,
পড়ে আছে রাজপথে।
আমি একটু ঘুমোতে চাই।

এখানে আর সূর্য ওঠে না,
এখানে এখন নিকষ কালো অন্ধকার।
আঁধারে হায়েনারা রাইফেল হাতে ঘুরে বেড়ায়।
আমি সকালের সূর্য ওঠা দেখতে চাই।

আমি একটু আলোর মুখ দেখতে চাই।

আমি একটু সবুজ দেখতে চাই।
আমার বাংলা মায়ের রক্তাক্ত দেহ থেকে,
সবুজ মুছে গেছে।
আজ মায়ের দেহ থেকে রক্তগঙ্গা বয়ে যায়।
সে রক্তে সারা বাংলা শুধু লাল আর লাল।

আর কত রক্ত তোমার চাই?
আর কত রক্ত পেলে তোমার পিপাসা মিটবে?
কবে আমার মা মুক্তি পাবে?
কবে আমরা মুক্তি পাব?
কবে একটু আলোর দেখা পাব?
কবে আমার দুঃখিনী মায়ের মুখে একটু হাসি ফুটবে?
 

কমেন্ট বক্স