Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


ফিলিপিন্সকে ৫০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের!

ফিলিপিন্সকে ৫০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের!



 
চীন-ফিলিপিন্সের মধ্যে চলছে চরম উত্তেজনা। আর এ উত্তেজনা যেন আরও উসকে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি সামরিক সহায়তার অংশ হিসেবে ফিলিপিন্সকে ৫০০ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।

আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ জুলাই (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ফিলিপিন্স সফরে যান। এ সময় তারা ম্যানিলাকে সামরিক সহায়তার জন্য অর্থ দেয়ার কথা উল্লেখ করেন।
 
অনেক বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো চীনকে ‘কৌশলগত চ্যালেঞ্জে’ ফেলা। এজন্য ওয়াশিংটন ফিলিপিন্সে তাদের প্রভাব বাড়ানোর লক্ষ্যে কাজ করছে।
 
ফিলিপিন্সের পররাষ্ট্রবিষয়ক সেক্রেটারি এনরিক মানালো এবং প্রতিরক্ষাসচিব গিলবার্ট তেওডোরোর সঙ্গে এক সংবাদ সম্মেলন করেন ব্লিঙ্কেন। এ সময় ব্লিঙ্কেন বলেন, ‘যুক্তরাষ্ট্র ফিলিপিন্সে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সামরিক অর্থায়নে আগ্রহী।’
 
এই সামরিক সহায়তার মধ্য দিয়ে ফিলিপিন্স তাদের সামরিক শক্তি বাড়াতে পারবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স