হৈচৈ রৈ রৈ ইঁদুরেরা গেলি কই?
আমরা এখন জেগে উঠা ঘুমন্ত নই
শান্ত নিরহ বনের বাঘকে ক্ষেপিয়ে
শত কন্ঠ নিধন করেছ শাপিয়ে
শুধু চেয়ে ছিলাম অধিকার
খর্ব করেছো করে সৎকার
তবে আমি কে? তুমি কে? কে বাংলাদেশি
আমি রাজাকার, তুমি স্বৈরাচার
ছাত্ররা আদিবাসী?
জনতার মিছিলে সারিবদ্ধ ছায়া
আবু সাঈদ ঘিরে আছে শক্তিতে কায়া
সরব হয়েছে পৃথিবীর প্রান্ত দুয়ার
কে ঠেকাবে এই নব জোয়ার
তুমি ভারসাম্যহীন দোদুল্যমান
চোরের মত নিয়ে পলায়ন প্রাণ
গর্তে তো ঘুকবেই, কিন্তু সেটা কি নিরাপদ?
ভেবে দেখার নেই সময় তোমাদের আর
হালচাষে উপরে মিশে যাবে নিশানা তার
তখন যদি প্রশ্ন করো : আমি কে? তুমি কে? বাংলাদেশ বাংলাদেশ