Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

স্বপ্ন ওড়ে দূর নীল আকাশ

স্বপ্ন ওড়ে দূর নীল আকাশ
জীবন ফুরায় পানির পাত্র
ঢালি কিচেন সিঙ্ক প্রতিদিন রান্নায় অপ্রয়োজন
কোথায় চলে গেল খেয়ালে নেই জানামতে
তেমনি প্রয়োজন শেষ আমাদের তোমার প্রয়োজন আর কিসের?
জোয়ার ভাটায় পানি আসে যায় অবিরত
পৌষে চলে ধীরে মরার মতো আষাঢ়ে যৌবনা ব্রত
তীরের খেয়াল কে করে বহমানতা জীবধর্ম
ভেঙে খানখান কপাল পুড়িল আমজনতা।
বিয়ের পিঁড়িতে বসা যৌবন যৌবনা যুগল
স্বপ্ন ওড়ে দূর নীল আকাশ
স্বপ্নের ফানুস কখন ফেটে পড়ে মর্ত্য আশা ঘোর অন্ধকার
জীবন এমনই খেলা বিধাতার সবকিছুই মিরাকেল।
স্বপ্নের পাত্র কখনোই ভরে না স্বপ্ন সাধনায়
যতটুকু মেলে লও মিলিয়ে অঞ্জলি ভরে
দুধের সাধ ঘোলে মিটে এ কম কোথায়
এক মাতা এক পিতা জন্মিত শিশু ভালাবাসায় সিক্ত
একটি জীবন চেয়েছি, পেয়েছি জন্মান্তর ক্রন্দিত, আমি মানবশিশু...
 

কমেন্ট বক্স