Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

হতাশার ফেরিওয়ালা

হতাশার ফেরিওয়ালা
নতজানু হয়ে স্তম্ভিত বিবেক
টাকায় বিক্রি হচ্ছে সিংহাসন,
পদদলিত জমিনে স্বপ্ন নির্বাক
হতাশার ফেরিওয়ালা প্রজন্ম।

মূর্খের উচ্ছিষ্ট কুড়িয়ে খায় জ্ঞানী
শিকলবন্দী বিধান অন্তঃসারশূন্য,
প্রণেতার ঝুলিতে প্যারাসিটামল
ব্যথা উপশমের নেই বিকল্প পন্থা।

ক্ষুধার কান্না দেয়ালে আটকে গেছে
সম্মুখে বহির্মুখে দাঁড়িয়ে ভয়ার্ত সময়,
রাজপথে ঘুরে বেপরোয়া পোষা কুকুর
এখনই তো সময়, হাতে নাও শক্ত মুগুর।
 

কমেন্ট বক্স