Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

ট্রাম্পের রিফ্লেক্স দেখে মুগ্ধ, চিকিৎসকেরা বলছেন ‘মিরাকেল’

ট্রাম্পের রিফ্লেক্স দেখে মুগ্ধ, চিকিৎসকেরা বলছেন ‘মিরাকেল’


রবিবার পেনসেলভেনিয়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জনসভায় বক্তব্য রাখছেন, এমন সময়ই তাকে লক্ষ্য করে চলে গুলি। কান ছুঁয়ে বেরিয়ে যায় সে গুলি। সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিসের এজেন্টরা ট্রাম্পকে আড়াল করে গাড়িতে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয় তাকে। এক সেকেন্ডের ফারাক। মাথা যদি না সরাতেন, তবে আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়া হত না, প্রাণঘাতী হামলা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপরে। যেভাবে বরাত জোরে ট্রাম্প রক্ষা পেয়েছেন, তা   ‘মিরাকেল’-ই বলছেন নিউয়র্কের ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের মেডিসিনের ক্লিনিক্যাল অধ্যাপক ডঃ মার্ক সিগেল। ফক্স নিউজের সাথে কথা বলার সময় ডঃ মার্ক সিগেল বলেন, যেভাবে  ট্রাম্প মুহূর্তের মধ্যে নিজের মাথা সরিয়ে প্রাণঘাতী হামলা থেকে জীবন রক্ষা করেছেন, অনেকেরই সেই সময়ে মাথায় আসে না কী করতে হবে। কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট সেই পরিস্থিতিটিকে ‘অসাধারণভাবে’ সামলেছেন। হাল ছেড়ে না দিয়ে বরং তার মুখে শোনা যায় ‘ফাইট’ শব্দটি। 

চিকিৎসার দৃষ্টিকোণ থেকে দেখলে প্রথমে সাহস এবং তারপরে সমবেদনা দেখানো, ভুক্তভোগীদের পরিবার এবং আহতদের কাছে   সঠিক বার্তা পৌঁছে দেয়। ডঃ সিগেল বলছেন, ‘আমি আজ সারা দেশে এমার্জেন্সি বিভাগের ডাক্তার, ভাস্কুলার সার্জন এবং ট্রমা সার্জনদের সাথে কথা বলেছি এবং কেউ এইরকম একটি কেস মনে করতে পারছেন না। 'সিগেল নিজের কেস স্টাডি স্মরণ করে বলেন, আমি বেলভিউ ইমার্জেন্সি রুমে প্রশিক্ষণ নিয়েছি, আমি অসংখ্যবার বন্দুকের গুলিতে আক্রান্তদের যত্ন নিয়েছি এবং কখনও উচ্চ-ক্ষমতাসম্পন্ন রাইফেল থেকে এভাবে বেঁচে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করিনি। মস্তিষ্কের এতো কাছে গুলি লাগলে ৯৫ % ক্ষেত্রে মানুষের মৃত্যু ঘটে। ট্রাম্প সঠিক সময়ে মাথা না সরালে ভয়ঙ্কর পরিণতি হতে পারত।' সূত্র : হিন্দুস্থান টাইমস

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স