Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বন্ধ করো অবৈধ সম্পদ অর্জন

বন্ধ করো অবৈধ সম্পদ অর্জন
কী হবে এত সম্পদের পাহাড় গড়ে যদি তা করতে না পারো ভোগ
যে সম্পদ অর্জন করতে হয় গোপনে প্রকাশ করলে হবে কারাভোগ।

যে সম্পদের উৎস স্বচ্ছ সত্য নয় যা মুক্তভাবে যায় না ভোগ করা
সেসব পাপে গড়া সম্পদ ভোগ করবে যারা পাপিষ্ঠ হবেই তো তারা।

কত ধন-সম্পদ অর্থ-বৈভব লাগবে তোমার পরিবারের জীবন চলতে
কী খাও কেমনে ঘুমাও কী আরাম পাও সম্পদের পাহাড়ে শুয়ে বাস করতে?

কোথায় লুকিয়ে রাখো এত অর্থ তোশক লেপ বালিশের তুলোর ভিতরে
অথবা গুদামে খাদ্যের বস্তায় বেঁধে নাকি বিদেশি ব্যাংকে পাচার করে।

জানো বিদেশে অবৈধ অর্থ পাচার করলে তা কখনো যায় না ফেরত পাওয়া
বিদেশি সরকার বাতিল করে ব্যাংকও আটকে দেয় সেই অর্থের নেওয়া দেওয়া।

অবৈধ অর্থ উইপোকা মাকড় ঘুণে খেয়ে ফেলে তোমার মৃতদেহও তো খাবে
পৃথিবীর কোনো ওষুধই নাই যে সেই মরণপোকা থেকে তোমাকে রক্ষা করবে।

এমন কোনো পরিমাণ অর্থই নাই যে তোমার মৃত্যুকে ঠেকাতে পারবে
তোমার সম্পদের বিশাল পাহাড় ধ্বংস হয়ে মহাসমুদ্রে বিলীন হবে।

তোমার মৃত্যু হবে সব রেখে যেতে হবে মাটি ছাড়া হবে না কোথাও ঠিকানা
তোমার সকল ধন-সম্পদের কোনো অস্তিত্ব থাকবে কি না তা কি জানো না?

হয়তো তোমার বংশধরেরা বাড়ি সম্পদ বিক্রি করে অর্থ ভাগ করে নেবে
নতুন মালিক তা ভেঙে আরও উন্নত নকশায় নতুন বাড়ি তৈরি করবে।

যদি তোমার বাড়ি অটুট থাকে তবে তোমার ঘরে যারা বসবাস করবে
তারাও চিনবে না তোমাকে যারা তোমার বাড়ি জমি ভোগ করবে।

পরের বংশধরেরা তোমার নাম ও তোমাকে জানবে না কোনোভাবেই
যেহেতু তুমি কবরবাসী হয়ে যাবে তাদের জন্মের অনেক আগেই।

কেননা তত দিন মুছে যাবে তোমার সব নাম-নিশানা জীবন ইতিহাস
তোমার কবরটাও যাবে ধুলায় মিশে বইবে শুধু ঝড় বৃষ্টি বাতাস।

তোমার হাড়হুড্ডিও সব পোকায় খেয়ে মিশিয়ে দেবে মাটির সাথে
পৃথিবীতে কী ঘটছে তার কিছুই পৌঁছাবে না আর তোমার অস্তিত্বে।

তোমার বংশধরেরা দুই এক পুরুষ হয়তো মনে করবে তোমার স্মৃতি তোমার নাম
এক পুরুষ পর্যন্ত সৃষ্টিকর্তার কাছে তোমার জন্য হয়তো করবে দোয়া খায়ার দান।

তুমি যে সম্পদ করে গেছ তাদের জন্য তারাও নিতে পারবে না তাদের কবরে
তোমার যা আছে তুমিও পারবে না তা কিছুই নিয়ে যেতে তোমার সঙ্গে করে।

তোমার অর্জিত সম্পদ ভোগ করবে তোমার পরবর্তী বংশধরেরা
তারপর ধীরে ধীরে সবাই তো ভুলে যাবে খুঁজবে না তোমায় তারা।

অন্যকে ঠকিয়ে ধন-সম্পত্তি জবরদখল করে ভাবছ তুমি গেছ জিতে
সুদ-ঘুষের বাণিজ্য করে সম্পদের বড়াই করে পারবে না কিছুই সাথে নিতে।

অনেক বড় বোকা তুমি তোমার পাপের সব সম্পদ অন্যরা খাবে
তোমার পাপের কোনো ভাগ তোমার সম্পদ ভোগকারী কেহই নাহি নিবে।

তাই তোমাকেই তোমার সব পাপের সকল শাস্তি ভোগ করতে হবে
ইহকালে পরকালে তোমার পাপের জবাবদিহি শুধু তোমাকেই করতে হবে।

মানুষ একবার আসে মর্ত্যে অল্প সময়ের জন্য নিয়ে ছোট্ট একটা জীবন
যতই সম্পদের পাহাড় করো সব ছেড়ে যেতে হবে ছাড়বে না তোমাকে মরণ।

মানুষের জীবনে সময় খুব কম তাই বন্ধ করো সুদ, ঘুষ, দুর্নীতির ক্ষমতা
ত্যাগ করো সব লোভ ভোগের লালসা ক্ষমা করবে না তোমায় বিধাতা।

ইহকালের জন্য নহে সৎকাজ করে অর্জন করো সম্পদ পরকালের জন্য
অসৎভাবে অর্জন করো না কোনো সম্পদ শুধু নিজের একার ভোগের জন্য।

সৎ পথে আয় করে মানুষকে ভালোবেসে দান করে মানুষের ভালোবাসা করো অর্জন
উপভোগ করো মানুষের শ্রদ্ধা তাহলেই পাওয়া যাবে মহান সৃষ্টিকর্তার দর্শন।

মহান সৃষ্টিকর্তার দয়া দর্শন পেতে জীবনভর প্রস্তুত করো নিজেকে
হে সৃষ্টিকর্তা হেদায়েত করো তোমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব সকল মানুষকে।
 

কমেন্ট বক্স