Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

পরিপাটি ঘরেও কেউ বখে যায়

পরিপাটি ঘরেও কেউ বখে যায়

শাহীন ইবনে দিলওয়ার

পরিপাটি ঘরেও কেউ বখে যায়
অসন্তোষে হা পিত্যেশ দৃষ্টি পোড়ায় জন্মভিটে
পা বাড়ায় দৃশ্যমান অথচ মৃত।

চোখে পড়া যাবতীয় কারো দখলে থাকে না
একত্রিত হলেই গড়া হয়না স্বপ্নবাসর
অদৃশ্য সাপের ছোবলেও বিষ থাকে।

আগামী দিন দেয়না কাঙ্ক্ষিত সমাধান
আশা করে মেলে একই ফলাফল
যাতে পরাজয় খোদিত পদকপ্রাপ্তি।

ভূমি বদলে পাওয়া যায় ঘষামাজা গলাধাক্কা
বিস্মিত চাউনি দেখে হাসে অতীতের দোসর
পৃথিবী দখল অতো সহজ নয় জানতে না?

কখনো আরেকটা দিন বাহুল্য মনে হয়
হয়তো তার কাছে অর্থময় যিনি দিন বিলিয়ে
চিরকাল মুখ টিপে হাসতে জানেন!
 

কমেন্ট বক্স